খেলাধুলা

রেকর্ডের পাতায় সবার শীর্ষে মুমিনুল

টেস্ট ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করেছেন মুমিনুল হক। ১ হাজার ৮৪০ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেছিলেন মুমিনুল হক। সেঞ্চুরি করেছেন চা-বিরতির আগেই। বিরতির পর নিজেকে নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়। ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুমিনুল হক ছুঁয়েছেন ২ হাজার রানের মাইলফলক। তবে সবার থেকে কম ইনিংস খেলে এ মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের লিটল মাস্টার।

রঙ্গনা হেরাথের হাওয়ায় ভাসানো বল এগিয়ে এসে লং অফ দিয়ে বাউন্ডারিতে পাঠান মুমিনুল হক। ১৫৭ রান থেকে এক লাফে পৌঁছে যান ১৬০ রানে। তাতেই রেকর্ডের চূড়ায় মুমিনুল। মাত্র ৪৭ ইনিংসেই মুমিনুলের ২ হাজার রানের রেকর্ড গড়েছেন।

শীর্ষে উঠতে মুমিনুল পিছনে ফেলেছেন তামিম ইকবালকে। মুমিনুলের থেকে ৬ ইনিংস বেশি খেলে ২ হাজার রান করেছিলেন তামিম। তালিকার এরপরই আছেন সাকিব আল হাসান (৫৭ ইনিংস), হাবিবুল বাশার (৫৮ ইনিংস), ‍মুশফিকুর রহিম (৬৭ ইনিংস) ও মোহাম্মদ আশরাফুল (৯১ ইনিংস)।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি