সিলেট

পদত্যাগ করে মনোনয় জমা দিলেন সিলেটের মেয়র আরিফুল হক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আরিফুল হক চৌধুরী। সিটি নির্বাচনকে সামনে রেখে নতুন করে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিতেই তিনি পদত্যাগ করেন।

২৮ জুন বৃহস্পতিবার বেলা ১টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মেয়র এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার আগে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মেয়র। পরে তাদের কাছ থেকে বিদায় নেন আরিফুল হক।

স্থানীয় দরগাহ মসজিদে জোহরের নামাজ আদায় ও মাজার জিয়ারতের পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিএনপি মনোনীত এ মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এর আগে বুধবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেটের নেতৃবৃন্দের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক করেন। পরে মেয়র প্রার্থী হিসেবে আরিফের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি