সিলেট

সিলেটে আসামী বহনকারী প্রিজন ভ্যানে ককটেল হামলা : পুলিশের পাল্টা গুলি

সিলেটে আসামী বহনকারী প্রিজন ভ্যানে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। জবাবে পুলিশ ফাকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পুলিশের প্রিজন ভ্যানটি (আসামী বহনকারী গাড়ি) আদালত পাড়া থেকে আসামী নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল । নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে আসলে মার্কেটের ৫ম তলা থেকে প্রিজন ভ্যন লক্ষ করে ৪-৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলগুলো লক্ষবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়। এ সময় পুলিশও দুর্বৃত্তদের উদ্দেশ্যে ফাকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্বৃত্তরা করিম উল্লাহ মার্কেটের পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত) রহমত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে মিডিয়াকে বলেন, করিম উল্লাহ মার্কেটের ৫ম তলা থেকে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ করে ককটেল ছুড়ে। এসময় পুলিশ ৮ রাউন্ড পাল্টা গুলি ছুড়লে অপরাধীরা মার্কেটের পিছন দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরো বলেন, দুর্বৃত্তদের হামলা করার সময় মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ৫ম তলায় উপস্থিত ছিলেন।