সিলেট

কালনী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

নরসিংদীর ঘোড়াশালে কালনি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন যোগযোগ বন্ধ হয়ে যায়।ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সাথে সিলেট-চট্রগ্রামের রেলপথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।এছাড়া বাটপাড়া এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন দগ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।