দেশের বৃহত্তম পাথর কোয়ারি সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের এতিম হোসেনের ছেলে মইন উদ্দিন (৪০), আনোয়ার হোসেনের ছেলে দানু মিয়া (২২), সেলিম মিয়া (২০), শাহজাহান মিয়ার ছেলে এমদাদুল হক (৪০)। স্থানীয় সূত্র জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাঠালবাড়ি গ্রামের হাজী ফিরোজ মিয়ার পাথরের গর্তে পাথর উত্তোলনকালে মাটি চাপা পড়েন ওই চার শ্রমিক। গর্তটি প্রায় ১০০ থেকে ১৫০ ফুট গভীয় হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় সোমবার বেলা দুইটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন জানান, রোববার রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বিভিন্ন গর্তে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এ সময় আকস্মিক একটি গর্তের পাড় ভেঙে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই এ চার শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য আইনী প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।