সিলেট মহানগর শিবির নেতা এবং ১০ নং ওয়ার্ড ছাত্র শিবিরের সাবেক সভাপতি সোহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানার উপ-সহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের একটি দল নগরীর কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সোহেল আহমদ কলাপাড়ার হিয়াবরণ মুল্লাপাড়ার সবুজ সেনা আবাসিক এলাকার বি-ব্লকের ১৪৫ নম্বর বাসার মানিক মিয়ার ছেলে। কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক মাসুম বলেন, সোহেলকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলেও জানান তিনি।