সিলেট

অপহৃত স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ পুলিশের বাসায়

সিলেট শহরে পুলিশ কনস্টেবলের বাসা থেকে অপহৃত
স্কুলছাত্র আবু সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধারকরা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে নগরীরঝর্ণার পাড় সুনাতলা এলাকায় বামনবন্দর থানারকনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে শিশুটিরমরদেহ উদ্ধার করা হয়।নিহত আবু সাঈদ (৯) নগরীর শাহ মীর সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ।সে দর্জিবন্দ বসুন্ধরা এলাকার বাসিন্দা মতিনমিয়ার ছেলে।চার দিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই শিশু অপহৃতহওয়ার পর পরিবারকে ফোন করে পাঁচ লাখটাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশজানিয়েছে।কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান ঘটনারসত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, এ ঘটনায় কনস্টেবল এবাদুর ছাড়াও সিলেটজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ওপুলিশের সোর্স গেদা মিয়াকে আটক করা হয়েছে।ওসি আসাদুজ্জামান জানান, গত বুধবারবেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাসায় ফেরারপথে সাঈদ অপহৃত হয়। এরপর থেকে অপহরণকারীরা তারপরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল।পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তিনজনকে আটককরলে জিজ্ঞাসাবাদে তারা সাঈদকে অপহরণ ও খুনেরকথা স্বীকার করে। পরে তাদের তথ্যেরভিত্তিতে কনস্টেবল এবাদুরের বাসা থেকে সাঈদের লাশউদ্ধার করা হয়।