জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটিমাইক্রোবাস থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারকরা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ থানার এসআইরাজিব মন্ডল ও এসআই রাশেদ আহমদের নেতৃত্বেসিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম এলাকায়সিলেটগামী একটি মাইক্রোবাসে তল্লাসী করে৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়েচোরাকারবারীরা গাড়ী ফেলে পালিয়ে যায়।পুলিশ ঢাকা মেট্রো ছ ১১-০৮৩৩ নং গাড়ীটি আটককরে থানায় নিয়ে আসে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুনান্দপুর গ্রামেরকাদির মিয়ার ছেলে লোকমান আহমদ (৩৮) কেপলাতক আসামী করে ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধেমাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।