সিলেট

শিশু শ্রমিকদের শিক্ষা ও জীবন-মান উন্নয়ন - ব্যবসায়ীদের সাথে আকবেটের মত বিনিময় সভা

যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) সরকার ঘোিষত ঝুকিপুণ কাজে নিয়োজিত শিশু 

শ্রমিকদের শিক্ষা ও জীবন-মানের উন্নয়নের লক্ষ্য নিয়ে নগরীর চালিবন্দর ও মেন্দিবাগ এলাকায় একটি প্রকল্প পরিচালনা করে আসছে । এই 
প্রকল্পের কার্যক্রম বঙ্গ বীর রোড এলাকায় সম্প্রসারণের লক্ষ্যে উক্ত এলাকায় ব্যবসায়ীদের সাথে একটি মত বিনিময় সভার আয়োজন করা 
হয়।ব্যাবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহসিন আহমদ রিজুর সঞ্চালনায় অনুষ্টিত সভায় আকবেট এর নির্বাহী পরিচালক জনাব 
মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে আকবেটের শিশু শ্রম বিষয়ক প্রকল্পের বিভিন্ন দিক তুলে 
ধরেন। বঙ্গ বীর রোড ব্যবসায়ী কমিটির সভাপতি জনাব আলকাছ মিয়া এলাকার সকল ব্যবসায়ীদের পক্ষ্য থেকে আকবেটের এই উদ্যেগ 
কে স্বাগত জানান ও  সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ব্যাবসায়ী কমিটির পক্ষে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি জনাব 
শাহাবউদ্দিন,সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন। এছাড়া সভায় উপস্থিত থাকেন 
আকবেটের শিক্ষক ও ফিল্ড অরগানাইযার আবুল কালাম আজাদ, আব্দুস সালাম এবং   এমরান হোসেন ,জাবেদ আহমদ লাকি ,মোঃ 
আব্দুল করিম, সালেক আহমদ,তাজুল হোসেন,কালাম আহমদ কালা,মোঃ মূসা মিয়া সহ প্রায় শতাধিক   ব্যাবসায়ীবৃন্দ।