সিলেট

যুবলীগ-ছাত্রলীগ জামায়াত কর্মী জালাল উদ্দিনকে খুন করেছে

 বড়লেখায় জামায়াত কর্মী  জালাল উদ্দিনকে কুপিয়ে
ও পিটিয়ে হত্যা করা হয়েছে। জামায়াতে ইসলামী অভিযোগকরেছে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ক্যাডাররা জামায়াত কর্মী জালালকেনির্মমভাবে হত্যা করেছে। এই ঘটনার প্রতিবাদেবৃহস্পতিবার মৌলভীবাজার জেলায় হরতালের ডাকদিয়েছে জামায়াতে ইসলামী।মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্ধৃতি দিয়ে বড়লেখাথেকে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকেক্ষমতাসীন দলের এনাম উদ্দিন কবির, কাইউম, দেলোয়ার,জাকির, রফিক উদ্দিন, ফয়ছল, নাজিমসহ বেশ কয়েকজনসন্ত্রাসী জামায়াত কর্মী জালালকে তুলে নিয়ে যায়।নিহত জালাল তার বোনের বাড়ি থেকে ফেরার পথেলক্ষীছড়া বাজারে পৌঁছামাত্র অজ্ঞাত স্থানে নিয়েকুপিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে খবর পেয়েপুলিশ গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দিনকে বড়লেখাহাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে গ্রহণনা করে মৌলভীবাজার হাসপাতালে স্থানান্তর করেন।মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরতডাক্তাররা জামায়াত কর্মী জালাল উদ্দিনকে মৃত ঘোষণাকরেন। উল্লেখ্য বর্তমানে বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হত্যা, গুম ও খুন নিত্য দিনের ব্যাপার হয়ে গাছে। এরকম ধারনা করা হয় 
যে, বিরোধী নেতা কর্মী বিএনপি-জামাতের যে কোন ব্যক্তিকে খুন গুম করলে কিছু হয় না। সরকারী দলের কর্মী বা সমর্থক হলেই চলে। 
উদাহরণ হিসেবে বলা যায় , নারায়নগঞ্জ ৭ খুন, ইলিয়াস আলী গুম, হেফাজত শাপলা চত্বরে পুলিশের গুলি, ডিবি পরিচয়য়ে সালাউদ্দিন 
আহমেদ নিখোঁজ । অনেক ক্ষেত্রে আক্রান্তরা থানায় মামলা দিতে গেলে মামলা নেয় না । বলে , “ কি উড়ো খবর নিয়ে এসেছেন । যেমনটি 
বলা হয়েছে সালাউদ্দিনের স্ত্রীকে।