সিলেট নগরীর খাসদবীরে গ্রীস প্রবাসী ফখরুল ইসলামের বাসায়
সন্ধ্যারাতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার সন্ধ্যায় খাসদবীর দারুস সালাম রোডেরসৈয়দা মইনুদ্দিন স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন বাসায় এঘটনা ঘটে।চোরদল স্টিল আলমিরা ভেঙ্গে নগদ ২০ হাজারটাকা, ২ ভরি স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকারমালামাল লুটে নেয়। খবর পেয়ে বিমানবন্দর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।জানা গেছে, প্রবাসী ফখরুল ইসলামের স্ত্রী শিপাইসলাম শুক্রবার সন্ধ্যায় তার পিত্রালয়ে বেড়াতেযান। এ সময় বাসায় কেউ ছিলো না। চোরদলবাসার গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।পরে ঘরের আলমিরা ভেঙ্গে নগদ টাকা ওস্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।রাতে বাসায় ফিরে শিপা ইসলাম চুরির বিষয়টিজানতে পেরে বিমানবন্দর থানায় খবর দেন। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এ ব্যাপারে খাসদবীরের ব্যবসায়ী রিমাদ আহমদরুবেল জানান, সন্ধ্যা রাতে গ্রীস প্রবাসীরবাসায় চুরি হয়েছে। খবর পেয়ে বিমানবন্দরথানার এসআই মনির ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
সন্ধ্যারাতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার সন্ধ্যায় খাসদবীর দারুস সালাম রোডেরসৈয়দা মইনুদ্দিন স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন বাসায় এঘটনা ঘটে।চোরদল স্টিল আলমিরা ভেঙ্গে নগদ ২০ হাজারটাকা, ২ ভরি স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকারমালামাল লুটে নেয়। খবর পেয়ে বিমানবন্দর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।জানা গেছে, প্রবাসী ফখরুল ইসলামের স্ত্রী শিপাইসলাম শুক্রবার সন্ধ্যায় তার পিত্রালয়ে বেড়াতেযান। এ সময় বাসায় কেউ ছিলো না। চোরদলবাসার গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।পরে ঘরের আলমিরা ভেঙ্গে নগদ টাকা ওস্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।রাতে বাসায় ফিরে শিপা ইসলাম চুরির বিষয়টিজানতে পেরে বিমানবন্দর থানায় খবর দেন। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এ ব্যাপারে খাসদবীরের ব্যবসায়ী রিমাদ আহমদরুবেল জানান, সন্ধ্যা রাতে গ্রীস প্রবাসীরবাসায় চুরি হয়েছে। খবর পেয়ে বিমানবন্দরথানার এসআই মনির ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।