সিলেট

বিশ্বনাথে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার

সিলেটের
বিশ্বনাথে পুলিশ অভিযান চালিয়ে একটিপাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে।উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি-টেংরা-লালাবাজার সড়কের পাশের একটি শিমক্ষেতে এ অভিযান চালানো হয়। অভিযানকালেএকটি শিম গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায়অস্ত্রটি উদ্ধার করা হয়।সোমবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়নেরটুকেরকান্দি-টেংরা-লালাবাজার সড়কের পাশেরশিম ক্ষেতে এ অভিযান চালানো হয়।জানা যায়, একটি শিম ক্ষেতে গাছের গোড়ায়মাটির নিচে বিপুল পরিমাণ অস্ত্র রাখা সয়বাদপেয়ে রাত ৮টায় থানার ওসি রফিকুল হোসেনেরনেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। প্রায়ঘন্টাখানেক অভিযান চালিয়ে পাইপগান ও একটিকার্তুজ উদ্ধার করে পুলিশ।অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশ্বনাথ থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন,অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটিপাইপগান ও ১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।ধারনা করা হচ্ছে, ঐ স্থানে আরো অস্ত্র থাকতেপারে।