সিলেট

জৈন্তাপুরে ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষ, আহত ৫

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে ছাত্রলীগের দুটি গ্রুপের
মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন নেতাকর্মীআহত হয়েছেন। এ ঘটনায় খাসিয়া হাটির একটিবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও ভাংচুরকরা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঐবাড়ির এক বৃদ্ধা মহিলা আহত হন। তাকে জৈন্তাপুরউপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত বাড়িপরিদর্শন করেছে।বুধবার রাতে উপজেলা সদরের বাস স্টেশন বাজারেছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।জানা গেছে, বিকেলে দুটি পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। রাত সাড়ে ৭টার দিকে ছাত্রলীগকর্মী সাগর সেন শুভ, ফয়েজ আহমদ রানা, আহমদনাছিমসহ ৪/৫ জন নেতাকর্মী স্মৃতি সৌধ এলাকায়অবস্থান নেন। এ সময় অপর পক্ষের সাব্বীর,হাবিব, জাকারিয়া, কিবরিয়া, শাহিনসহ ৭/৮জননেতাকর্মী আরেক পাশে অবস্থান নেন। এ সময় উভয়পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়।এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যেচলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ইট পাটকেল ওদেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৫ জননেতাকর্মী আহত হন। খাসিয়া হাটির রাধিকারঞ্জন পাল সাবুলের বাড়িতে একটি পক্ষের লোকজনইট পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ঘরেরদরজা জানালার গ্লাস ভাংচুর করেন।এ সময় পাথরের আঘাতে সাবুলের বৃদ্ধ মা শৈল্যাবালা পাল আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করাহয়েছে। হামলায় স্থানীয় তরমুজ ব্যবসায়ী ফজলুমিয়ার মালামালেরও ক্ষতি সাধিত হয়েছে।ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সúেক্টর মোতালিব হোসেন ও এসআই স্বপন কুমারসরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলেউপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছে।এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছেবলে জানা গেছে।ঘটনার খবর জেনে রাতেই ক্ষতিগ্রস্ত বাসা বাড়িপরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর, নিজপাটইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানবাবুল, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো. ইন্তাজ আলী, হানিফ আহমদ, তাজউদ্দিন আহমদ সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।