সিলেট

ছুটি না পেয়ে নিজ লিঙ্গ কেটে হাসপাতালে কনস্টেবল তৌহিদ

ছুটি না পেয়ে সিলেট কোতোয়ালী থানার
কনস্টেবল তৌহিদুল ইসলাম (কং নং ১৭৯৬)নিজ হাতে তার গোপনাঙ্গ কেটে ওসমানীমেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিহয়েছেন। তার শরীরে অস্ত্রোপচার হয়েছেবলে খবর পাওয়া গেছে। বুধবার বিকেলসাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালেভর্তি করা হয়। গোপনাঙ্গ কাটা নিয়েকোতোয়ালী থানার ওসি ও কনস্টেবলতৌহিদের সহকর্মীদের কাছ থেকে ভিন্নবক্তব্য পাওয়া গেছে।নাম প্রকাশ না করার শর্তে কোতোয়ালীথানার কয়েকজন পুলিশ সদস্য জানান,কয়েক দিন ধরে ছুটিতে যেতে চাইছিলেনকনস্টেবল তৌহিদুল ইসলাম। কিন্তু থানারওসি সাদুজ্জামান তাকে ছুটিতে যেতেদিচ্ছিলেন না। এ নিয়ে মানসিকভাবেদুর্বল হয়ে পড়েন তৌহিদ।বুধবার বিকেলে কোতোয়ালী থানা ভবনেরচারতলায় ওঠে তৌহিদ ব্লেড দিয়ে নিজেরগোপনাঙ্গ কাটার চেষ্টা করেন। এসময়তার চিৎকারে অন্যান্য পুলিশ সদস্যরাএসে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করেওসমানী হাসপাতালে ভর্তি করেন।তবে, কোতোয়ালী থানার ওসিআসাদুজ্জামান ছুটি চাওয়ার বিষয়টিঅস্বীকার করে বলেন,তৌহিদ ‘আন্ডার সেভ’ করতে গিয়ে দুর্ঘটনাঘটিয়েছে।