সিলেট

সিলেটে হেরোইন ও ইয়াবাসহ ৪ ব্যক্তিকে আটক

সিলেটের বিয়ানীবাজার
উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে অভিযানচালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৪ ব্যক্তিকে আটককরেছে র্যাব। বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকেওই গ্রামের বাহাউদ্দিন আহম্মেদ এর বাড়িতেঅভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের মৃতমহিবুর রহমানের ছেলে বাহাউদ্দিন আহম্মেদ (৮০),একই উপজেলার চারাবই গ্রামের মৃত মোজাম্মেলআলীর ছেলে শাহীন আহম্মেদ (২৫), মৃত আবুলকালামের ছেলে একলিম আহম্মেদ (২৩) ও মৃত বদরুলহকের ছেলে নূরুল আলম (২২)।তাদেরকাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, ৫০পিস ইয়াবাট্যাবলেট ও ১টি মোটর সাইকেল উদ্ধার করাহয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সহকারীপরিচালক (মিডিয়া) এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।