সিলেট

৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট

ভূমিকম্পে
সারাদেশের সাথে কেঁপে ওঠল গোটা সিলেট।শনিবার দুপুর ১২টা ১৪ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের পোখরারপার্শ্ববর্তী লামজুংয়ের ৩৫ কিলোমিটার পূর্বে।উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫।সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ আবু সাঈদচৌধুরী এ তথ্য জানিয়েছেন।সিলেট ফায়ার সার্ভিস, আবহাওয়া অফিস ও জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে- ভূমিকম্পে সিলেটেকোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ভূমিকম্পেরঝাঁকুনিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝেদেখা দেয় আতঙ্ক। নগরীর বিভিন্ন বহুতল ভবনেঅবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাআতঙ্কে নেমে আসেন নিচে। একইভাবে নগরীরবাসা-বাড়ির বাসিন্দারা বের হয়ে আসেনরাস্তায়।লিডিং ইউনিভার্সিটির সুরমা মার্কেটস্থক্যাম্পাসের শিক্ষার্থীরা আতঙ্কে নিচে রাস্তায়নেমে আসেন। এসময় আতঙ্কে শিক্ষার্থীরা চিৎকারচেঁচামেচি শুরু করেন। শিক্ষার্থীরা রাস্তায় নেমেআসায় কিছু সময়ের জন্য সুরমা মার্কেট এলাকায়যানজটের সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরাজানিয়েছেন।