সিলেট

সুনামগঞ্জে লেগুনা চাপায় শিশু নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহী লেগুনা চাপায় আকলিমা আক্তার নামের ৫ বছর বয়সি শিশু মারা গেছে। নিহত  আকলিমা উপজেলার ভীমখালি ইউনিয়নের ছোটঘাগটিয়া গ্রামের নবাব আলীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার বিকেল ৩টায় কাঠইর-জামালগঞ্জ সড়কের ছোটঘাগটিয়া এলাকায় রাস্তার পার হওয়ার সময় জামালগঞ্জ থেকে সুনামগঞ্জগামী  একটি দ্রুতগামী লেগুনা তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। 

জামালগঞ্জ সদর থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।