সিলেট

কিবরিয়া হত্যা মামলা হারিছ চৌধুরীসহ ১০ আসামীর মালামাল ক্রোক

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক

সচিব হারিছ চৌধুরীসহ ১০ পলাতক আসামীর মালামাল ক্রোক করা হয়েছে। আদালত এবার এ

মামলার পলাতক আসামীদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। গতকাল

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা এ আদেশ দেন। এ মামলার

শুনানির জন্য আগামী ২ জুন পরবর্তী তারিখ ধার্য করা হয় । আদালত সূত্রে জানা যায়, কিবরিয়া

হত্যা মামলার নির্ধারিত তারিখে গতকাল বৃহস্পতিবার বিচারক পলাতক আসামীদের নামে পত্রিকায়

বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এদিকে এই মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিন্ত্রী

লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছসহ

কোন আসামীকে গতকাল আদালতে হাজির করা হয়নি। তবে মামলায় প্রথম চার্জশীটভুক্ত ৮ আসামী

গতকাল আদালতে হাজিরা দেন। তারা হলেন, জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের সাবেক কেন্দ্রীয়

সভাপতি আবদুল কাইয়ুম, বিএনপি কর্মী আয়াত আলী, সেলিম আহমেদ, সাহেদ আলী, জয়নাল

আবেদীন জালাল, জমির আলী, জয়নাল আবেদীন মোমিন ও ছাত্রদল কর্মী মহিবুর রহমান।

বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আলমগীর ভূইয়া বাবুল বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরই

মামলাটি চলে যাবে জেএম শাখায়। সেখান থেকে মূখ্য বিচারিক হাকিম মামলাটি সিলেটের দ্রুত

বিচার ট্রাইবুনালে বিচারের জন্য প্রেরণ করবেন।