সিলেট

৯ বছরেও ফিরেননি ছাত্রদল নেতা দিনার-জুনেদ

দীর্ঘ ৯ বছরেও ফিরেননি গুম হওয়া সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও তার বন্ধু ছাত্রদল নেতা জুনেদ আহমদ। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন সিলেটের এই দুই ছাত্রদল নেতা।

তাদের অপেক্ষায় স্বজনরা আজও প্রহর গুণছেন। তাদের পরিবারের সদস্যদের আশা- একদিন ফিরে আসবেন দিনার-জুনেদ।

২০১২ সালে সিলেট নগরীর শাহজালাল উপশহরে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হন মাহমুদ হোসেন শওকত নামের এক ছাত্রদল নেতা। এ ঘটনায় আলোচিত হন ইফতেখার আহমদ দিনার। মামলার ভয়ে প্রকাশ্য থেকে অন্তরালে চলে যান তিনি। সিলেট ছেড়ে পালিয়ে যান ঢাকায়। আর সে বছরের ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে বন্ধু জুনদেসহ নিখোঁজ হন দিনার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হলে তাদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়া সম্ভব- এমনটাই দাবি তাদের পরিবার ও স্বজনদের। দিনারের কিশোর বয়সী ছেলে রাইয়ান আর মেয়ে মাইশা দীর্ঘ ৯ বছর বাবার আদর-স্নেহ থেকে বঞ্চিত।

আর পরিবারের বড় সন্তানকে হারিয়ে শোকে পাথর দিনারের মা-বাবা। তবে এখনও ছেলে ফেরার আশায় পথপানে চেয়ে আছেন তারা।

  এলএবাংলাটাইমস/এলআরটি/এস