সিলেট

যুবলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ঝড়ের কবলে পড়ে শ্রমিক নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মিয়া (৩২), শাহাবুদ্দিন (৩৫) ও যুবলীগ নেতা কেফায়েত উল্লাসহ (২৮) অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়। নিহত শ্রমিক জহিরের মা রিনা বেগম বাদী হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) মামলাটি করেন।

তবে মামলা দায়েরের তিনদিন অতিবাহিত হলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোরে পাথর উত্তোলনের সময় ঝড়ের কবলে পড়ে পাথর শ্রমিক জহির আলমের (২০) মৃত্যু হয়। তিনি সিলেট শহরতলীর নোয়াগাঁও গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাতে পুলিশ-বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে ম্যানেজ করে বাঙ্কার এলাকায় রেলওয়ের ভূমি কেটে চলে পাথর উত্তোলন। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন, রাসেল মিয়া ও যুবলীগ নেতা কেফায়েত উল্লার একটি চক্র মিলে প্রতিটি নৌকা থেকে ৩ হাজার টাকা আদায় করে পাথর উত্তোলনের ব্যবস্থা করে দেন। নিজেরা এক হাজার ৫০০ টাকা রেখে বাকিটা প্রশাসনকে ম্যানেজ করতে ব্যয় করেন তারা।   এলএবাংলাটাইমস/এলআরটি/এস