সিলেট

ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের পুরস্কার পেলেন জাতীয় অধ্যাপক মালিক

বাংলাদেশে উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিককে এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ।

প্রতিবছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে এই পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক ‘ডিপ্লোম্যাসি অ্যান্ড অ্যাডভোকেসি ফর পপুলেশন হাইপারটেনশন রিস্ক রিডাকশন’ ক্যাটাগরিতে এই  অ্যাওয়ার্ড লাভ করেছেন।   

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ'র মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী এ তথ্য জানিয়েছেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/আই  [এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ। প্লে-স্টোর এবং আই স্টোর উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে আমাদের এপটি।]