সিলেট

শাবির ২০২১-২২ অর্থবছরে বাজেট একশত ৪৯ কোটি ৮৯ লাখ টাকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের বাজেট বরাদ্দ হয়েছে একশত ৪৯ কোটি ৮৯ লাখ টাকা।

সোমবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই তথ্য জানান।

এ অর্থবছরের বাজেটে বেতন ও ভাতাদি খাতে ৯২ কোটি ৬০ লাখ টাকা, পন্য ও সেবা খাতে ৩৪ কোটি ৬০ লাখ, গবেষণা খাতে ৬ কোটি, যানবাহন খাতে ১কোটি ৭৯ লাখ, পেনশন খাতে ৩ কোটি ৫২ লাখ, যন্ত্রপাতি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯ কোটি ৯৬ লাখ, অন্যান্য অনুদান ও মুলধন খাতে ১ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ২০২০-২১ অর্থবছরে বাজেট ছিল একশত ৫১ কোটি ৩৩ লাখ টাকা; যা এবার কমে দাঁড়িয়েছে একশত ৪৯ কোটি ৮৯ লাখ টাকায়। সে হিসেবে গত বারের তুলনায় এই অর্থবছরে বাজেট কমেছে ১ কোটি ৪৪ লাখ টাকা।   এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]