সুনামগঞ্জ সীমান্তে রাঙ্গছড়া নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই নদীতে লাশটি ভাসতে দেখা যায়।স্থানীয় লোক লাশটি ভাসতে দেখে তানিরপুর থানার পুলিশকে খবর দেয়।তাহিরপুর থানার ওসি মো.শহীদুল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশটির এখন কোন পরিচয় পাওয়া যায়নি।