সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্টে ট্রাক চাপায় সাহেদ মিয়া (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার রণিনগর গ্রামের মাহের আলীর ছেলে। সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ সময় স্থানীয় জনতা ট্রাকের চালকের আসনে থাকা হেল্পার কবির আহমদকে (২০) আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করেছেন। কবির গোলাগঞ্জ উপজেলার জাঙ্গাইল গ্রামের আজমত আলীর ছেলে।