সিলেট

৬ দিন পর সিলেট থেকে ফ্লাইট শুরু

বিমানবন্দরের রানওয়ে থেকে বন্যার পানি নেমে যাওয়ায় চালু হলো সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর থেকে বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়। এর আগে রানওয়েতে বানের পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ বৃহস্পতিবার সকালে ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করে। একই সঙ্গে সিলেট-ঢাকা রুটেও একাধিক বিমান আসা-যাওয়া করেছে। এ ছাড়াও একটি বিমান ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন।

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, আজ বৃহস্পতিবার থেকে ওসমানী বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। বিমান চলাচলে কোনো সমস্যা নেই। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় নির্বিঘ্নে বিমান চলাচল শুরু হয়েছে।   এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]