সিলেট

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোনের ইন্তেকালে সিলেট লেখক ফোরামের শোক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বড় বোন আয়েশা মোজাক্কির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় সিলেটের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। আয়েশা মোজাক্কির ৮ মেয়ে, ৯ ভাইবোন ও অনেক নাতিনাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) বাদ আছর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্বামী মরহুম মোহাম্মদ মোজাক্কিরের কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাধারন সম্পাদক ডক্টর জিয়াউর রহিম শাহিন এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মোঃ শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ফখর উদ্দিন প্রমূখ। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এলএবাংলাটাইমস/এজেড