সিলেট

শাবিপ্রবির ভবন থেকে পড়ে আহত রংমিস্ত্রির মৃত্যু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপ ভবন থেকে পড়ে গুরুতর আহত রংমিস্ত্রি মারা গেছে ।বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের আইসিইউতে নাঈম আহমেদ (২০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের চাচা ইমরান আহমদ। এছাড়া আইসিইউতে দায়িত্বরত চিকিৎসকরাও এ বিষয় জানিয়েছেন। এ বিষয়ে জানতে শাবিপ্রবির প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানকে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি। নাঈম সিলেটের জালালবাদ থানার ইনাতাবাদের মো. ওয়াতির আলির ছেলে। তিনি ওয়ার্কশপ ভবনে রংয়ের কাজ করছিলেন। গত দুইদিন আগে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্মাণাধীন দোতলা ওয়ার্কশপে রংয়ের কাজ করতে গিয়ে বাঁশ ভেঙে গুরুতর আহত হয় নাঈম। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাঈমের চাচা ইমরান আহমেদ পূর্বে জানিয়েছিলেন,ভবনের ওপর থেকে পড়ায় মুখের চোয়ালে এবং মাথায় আঘাত লেগেছিল। নাক থেঁতলে গেছে। এতে অনেক ব্লিডিং হয়েছে। সে গত দুইদিন লাইফ সাপোর্টে ছিলেন। তার শ্বাস প্রশ্বাস কৃত্রিমভাবে চলছিল; এছাড়া শরীরে রক্ত দেওয়া হচ্ছিল। তার দুই হাতও ভেঙে যায়। ভবন নির্মাণ শ্রমিকরা জানিয়েছিলেন, ভবনের ওপর থেকে মাটিতে পড়ার সাথে সাথে তার নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী প্রথমে নাঈমকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে; সেখান রাগীব রাবেয়া মেডিকেলে এবং সর্বশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যান।



এলএবাংলাটাইমস/আইটিএলএস