সিলেট

দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আজ শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার ছিলো দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার ছিলো ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও গত বুধবার ছিলো ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিক এই তাপমাত্রা কম থাকায় চরম দুভোগে আছেন জেলার মানুষ। দিনের বেলা সহনীয় তাপমাত্রা থা্কলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে যাওয়ায় খেটে খাওয়া, ছিন্নমুল, দরিদ্র, হাওর পাড়ের ও চা বাগানের লক্ষ লক্ষ শ্রমিক কষ্টের মধ্যে দিন যাপন করছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস