সিলেটে এক ঘন্টার ব্যবধানে পৃথক কর্মসূচি নিয়ে আজ মাঠে আওয়ামী লীগ ও বিএনপি। জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি আর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। বিএনপির কর্মসূচি বেলা ২টায় শুরু হবে। আওয়ামী লীগের কর্মসূচি শুরু হবে বিকাল ৩টায়।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি ঘোষিত কর্মসূচি অনুসারে, আজ শনিবার সিলেট জেলা বিএনপির নেতা-কর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, গণতন্ত্র ‘পুনরুদ্ধার’, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে শনিবার বেলা ২টা রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে জেলা বিএনপির পদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে এই পদযাত্রা শেষ হবে।
শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির হয়, আজ শনিবার বিকাল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গনে জেলা-মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। বিএনপি-জামায়াতে ‘নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে এই শান্তি সমাবেশ হবে বলে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘চিহ্নিত অপশক্তি গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের কর্মসূচি। শান্তির বার্তা সর্বত্র পৌঁছে দিতে আমাদের শান্তি সমাবেশ।’
আওয়ামী লীগ ও বিএনপির এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, সিলেটে একের পর এক পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। চলতি মাসেই ইতোমধ্যে দুই দফায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দল দুটি। এবার তৃতীয় দফায় আজ একই দিনে প্রায় কাছাকাছি সময়ে রাজপথে নামছে তারা।
গত ৪ ফেব্রুয়ারি সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ ছিল। সেদিন শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। এরপর ১৮ ফেব্রুয়ারি মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। সেদিন নগরীতে মানববন্ধন করে মহানগর আওয়ামী লীগ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস