সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ। গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, মেয়র আরিফুল হক চৌধুরী গত রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, বর্তমানে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি আছেন মেয়র। তাঁর হার্টের সমস্যা রয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ বলেন, ‘মেয়র মহোদয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকগণ দেখছেন। তাঁকে সিলেটে রাখা হবে নাকি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসগণ।’ এদিকে, মেয়রের সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস