সিলেট

সুরমায় গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

সিলেটে সুরমা নদীর চাঁদনীঘাটে গোসল করতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। সোমবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে শিশু নিখোঁজের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে কিনব্রিজের উত্তরপ্রান্তে চাঁদনীঘাটে এক শিশু গোসল করতে নামে। এসময় সে তলিয়ে যায়। জাতীয় পরিষেবা নাম্বার ‘৯৯৯’ এ ফোন দিয়ে বিষয়টি সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে সুরমা নদীতে নামে। কিন্তু তার কোন সন্ধান পায়নি। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডুবুরি দল চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পরে তারা ফিরে আসে। স্থানীয় লোকজন কিংবা ফায়ার সার্ভিস কেউই শিশুটির পরিচয় সনাক্ত করতে পারেনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস