সিলেটে চালু হলো ওলোর চতুর্থ
প্রজন্মের তারহীন এলটিই নেটওয়ার্ক।
গতকাল বুধবার সিলেটে এক অনুষ্ঠানে
এই নেটওয়ার্ক চালুর ঘোষণা দেওয়া হয়।
এই ফোরজি এলটিই নেটওয়ার্ক দিয়ে
ইন্টারনেট সংযোগ নেওয়া যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলোর
বাণিজ্য বিভাগের প্রধান নিয়াজ
ইসলাম।
ওলোর এই নেটওয়ার্ক ব্যবহার করতে
এলটিই-সমর্থিত স্মার্টফোন, ওয়াই-ফাই
রাউটার, মডেম, ট্যাব বা অন্য কোনো
যন্ত্র। সংযোগের জন্য প্রতিটি ইউসিম
কার্ডের দাম ৯৯৯ টাকা। এর সঙ্গে
থাকছে বিনা মূল্যে ২০ গিগাবাইট
ডেটা।
প্রজন্মের তারহীন এলটিই নেটওয়ার্ক।
গতকাল বুধবার সিলেটে এক অনুষ্ঠানে
এই নেটওয়ার্ক চালুর ঘোষণা দেওয়া হয়।
এই ফোরজি এলটিই নেটওয়ার্ক দিয়ে
ইন্টারনেট সংযোগ নেওয়া যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলোর
বাণিজ্য বিভাগের প্রধান নিয়াজ
ইসলাম।
ওলোর এই নেটওয়ার্ক ব্যবহার করতে
এলটিই-সমর্থিত স্মার্টফোন, ওয়াই-ফাই
রাউটার, মডেম, ট্যাব বা অন্য কোনো
যন্ত্র। সংযোগের জন্য প্রতিটি ইউসিম
কার্ডের দাম ৯৯৯ টাকা। এর সঙ্গে
থাকছে বিনা মূল্যে ২০ গিগাবাইট
ডেটা।