ঈদ আনন্দের সঙ্গে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে সিলেট নগরে। সম্ভাব্য মেয়র প্রার্থীরা নিজেদের বাসায় নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে দোয়া চাইছেন। এ সময় তাঁদের নির্বাচনী আলাপচারিতায়ও ব্যস্ত থাকতে দেখা গেছে। আগামী ২১ জুন ইভিএমে সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে।
মেয়র পদে আওয়ামী লীগ এরই মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়েছে। অন্যদিকে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এবার নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। তবে বিএনপির মনোনয়নে টানা দুইবার মেয়র নির্বাচিত হওয়া আরিফুল হক চৌধুরী এবার স্বতন্ত্র নির্বাচন করবেন বলে গুঞ্জন রয়েছে। এর বাইরে মেয়র পদে জাতীয় পার্টির তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র চারজন সম্ভাব্য প্রার্থীর নাম জোরেশোরে আলোচিত হচ্ছে।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে সিলেট নগরের ঐতিহাসিক শাহি ঈদগাহে অনুষ্ঠিত এ অঞ্চলের সবচেয়ে বড় ঈদের জামাতে অংশ নেন আরিফুল হক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী।
পরে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে নগরের চালিবন্দর এলাকার বাসায় ফেরেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বেলা ১১টা থেকে নিজ বাসায় তিনি নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী সিটি নির্বাচনে নৌকা প্রতীকে ভোটও চান। দুপুর সোয়া ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজনৈতিক, সামাজিক অঙ্গন ছাড়া নানা শ্রেণি-পেশার মানুষেরাও তাঁর বাসায় এসে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় আগত অতিথিদের রুটি, খাসির মাংস, সেমাইসহ নানা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
যোগাযোগ করলে আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, নগরের নানা শ্রেণি-পেশার মানুষ ঈদের শুভেচ্ছা জানাতে বাসায় আসছেন। দলের নেতা-কর্মীরাও আসছেন। সবাই নৌকা প্রতীকের বিজয় দেখতে নিজেদের অবস্থান থেকে কাজ করবেন বলে কথা দিয়েছেন। ঈদের দিন সবার সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসেই কাটছে।’
মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের নামাজ শেষে নগরের কুমারপাড়া এলাকার নিজ বাসভবনে আসেন। সেখানে নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বেলা পৌনে ১১টার দিকে নগর ভবনে যান। এখানে প্রায় পৌনে এক ঘণ্টা সিটি করপোরেশনের কর্মকর্তা–কর্মচারী, দুস্থ ও অসহায় মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সোয়া ১২টার দিকে নিজ বাসভবনে ফিরে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় আগত ব্যক্তিদের সেমাই, চটপটি, জর্দাসহ বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে।
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আরিফুল হক চৌধুরীকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানান। এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমার দল বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তবে আমি শুভানুধ্যায়ী, দলের নেতা-কর্মী, নগরের বাসিন্দাদের সঙ্গে আলাপ করছি। নির্বাচনে অংশ নেব কি নেব না, এ ব্যাপারে দ্রুতই নিজের সিদ্ধান্ত জানাব।’
নির্বাচন কমিশনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস