সিলেটের হবিগঞ্জের মাহমুদপুরে পুলিশ-
ডাকাত গুলি বিনিময় হয়েছে। এতে
২ ডাকাত গুলিবিদ্ধ ও ৭ পুলিশ আহত
হয়েছে। পুলিশ ৫ ডাকাতকে আটক
করেছে। তাদের কাছ থেকে ১টি
পাইপগান, ৪টি রামদা ও ৩ রাউন্ড
গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান
মনির জানান, রাতে ১০/১২ জনের
একদল ডাকাত সদর উপজেলার
মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নেয়।
গোপন সূত্রে এ খবর পেয়ে ডিবি
পুলিশের একটি দল ওই স্থানে
অভিযান চালায়। এ সময় ডাকাতরা
পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও
পাল্টা গুলি চালায়। এসময় পুলিশ-
ডাকাত ধস্তাধস্তিতে ৭ পুলিশ আহত হয়।
৫ ডাকাতকে আটক করতে সক্ষম হলেও
বাকিরা পালিয়ে যায়। আহত ডাকাত
ও পুলিশ সদস্যদের সদর আধুনিক
হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডাকাত গুলি বিনিময় হয়েছে। এতে
২ ডাকাত গুলিবিদ্ধ ও ৭ পুলিশ আহত
হয়েছে। পুলিশ ৫ ডাকাতকে আটক
করেছে। তাদের কাছ থেকে ১টি
পাইপগান, ৪টি রামদা ও ৩ রাউন্ড
গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান
মনির জানান, রাতে ১০/১২ জনের
একদল ডাকাত সদর উপজেলার
মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নেয়।
গোপন সূত্রে এ খবর পেয়ে ডিবি
পুলিশের একটি দল ওই স্থানে
অভিযান চালায়। এ সময় ডাকাতরা
পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও
পাল্টা গুলি চালায়। এসময় পুলিশ-
ডাকাত ধস্তাধস্তিতে ৭ পুলিশ আহত হয়।
৫ ডাকাতকে আটক করতে সক্ষম হলেও
বাকিরা পালিয়ে যায়। আহত ডাকাত
ও পুলিশ সদস্যদের সদর আধুনিক
হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।