সিলেট

৪ দশমিক ৫ রিখটার স্কেল ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

হঠাৎ করেই দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে এ সময় ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। সিলেট ছাড়াও মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আজ বেলা ১০ টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। এদিকে সকাল সিলেটে অবিরাম বৃষ্টির মধ্যে এ ভূমিকম্প যখন অনুভূত তখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্কদেখা দেয়। সবশেষ খরব পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার এক বাসিন্দা জানান, বাসার সবাই ঘুমের মধ্যে ছিলাম। ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে ভবনটি কেঁপে ওঠে।তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। জিন্দাবাজারের এক বাসিন্দা জানান, ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো পাচঁতলা ভবন কেঁপে ওঠে। অবিরাম বৃষ্টির মধ্যে হঠাৎ এই ভূমিকম্প। সিলেটে একদিকে বন্যার শঙ্কা অপরদিকে ভূমিকম্প। আল্লাহ জানেন। কি আছে আমাদের কপালে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস