সিলেট

সিলেট শহরে নির্বাচনের দিন ব্যাংক বন্ধের প্রজ্ঞাপন জারি

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল ২১ জুন বুধবার। নির্বাচনের দিন ওই সিটি করপোরেশন এলাকার ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জের গোপালদী, টাঙ্গাইলের বাসাইল ও বগুড়ার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তপশিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস