সিলেটে জাফলংয়ে বেড়াতে এসে নদীতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের খোজে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান চালানো হচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পর্যটক আরশের খোজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় পিয়াইন নদীর জিরো পয়েন্টে সাতার কাটতে নামলে প্রবল স্রোত আল-ওয়াজ আরশ (১৫) নামের এই কিশোর পর্যটককে ভাসিয়ে নিলে সে ডুবে গিয়ে নিখোঁজ হয়। আরশ কুমিল্লা জেলার ব্রামণপাড়া থানার শিদলাই গ্রামের বাসিন্দা পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেনের ছেলে এবং ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শেণির ছাত্র।
জানা যায়, আরশ, তার বাবা মা ও ছোট ভাই মিলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। বাবা-ছেলে মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এক পর্যায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছেন দেখে লোকজন বাবাকে উদ্ধার করতে পারলেও মুহুর্তে প্রবল স্রোতের টানে ছেলে আরশ তলিয়ে যায়।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে স্থানীয় এক নৌকা চালক জানান, পিয়াইন নদীতে স্রোতে পর্যটক তলিয়ে যাওয়া দেখে আমরা নৌকা নিয়ে এগিয়ে এসে বাবাকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু ছেলেকে আমরা খুঁজে পাইনি। শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত আরশের খোজ পাওয়া যায়নি। তার সন্ধানে প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।
এ ব্যাপারে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. রতন শেখ বলেন- উদ্ধার অভিযান চলছে। পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস