বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে ২ ম্যাচ এর টি টোয়ান্টি সিরিজের প্রথম খেলা শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে আফগানিস্তান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও আফগানদের জন্য আনন্দদায়ক স্মৃতিময় স্থান। ৪ বছর পূর্বে এই মাঠেই বাংলাদেশকে হারিয়ে টেস্ট জিতেছিল তারা। এবার টি-টোয়ান্টিতে এই মাঠে সাফল্যের কাহিনী লিখতে চায় আফগানরা। ম্যাচ জয়ে উভয় দল তাদের পরিকল্পনা সাজিয়েছে। ওয়ানডে সিরিজে আফগানরা তাদের স্পিন আক্রমাণের ধার দেখিয়েছে।
সিরিজের শেষ খেলায় বাংলাদেশ পেস আক্রমণের মাধ্যমে আফগানদের ধরাশায়ি করে। বাংলাদেশ সম্পর্কে আফগান দলের অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা তাদের বিপক্ষে এশিয়া কাপে খেলবো। আমরা তাদের সম্পর্কে জানি, তারা জানে তাদের কী করতে হবে। কিন্তু এটা দারুণ প্রতিযোগিতামূলক হবে।’ তিনি বলেন ‘ স্পিন ও পেসের সমন্বয়ে গড়া আফগান বোলিং নিয়ে সন্তুষ্ট। ব্যাটিংয়ে টপ অর্ডারে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান আছেন, তবে ঘাটতি আছে মিডল অর্ডারে। আমাদের দক্ষতা আছে, প্রতিভাও আছে। এখন ব্যাটিং ভালো করাটা জরুরি।’
বাংলাদেশ টি-টোয়ান্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন ‘আমরা বিশেষ কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলিনি, চিন্তাও করিনি। কী কী পরিস্থিতির মুখোমুখি হবে তা নিয়ে যারা ব্যাটিং বা বোলিং করবেন তারা ব্যক্তিগতভাবে কাজ করছেন। এটা আসলে কাউকে বলার বিষয় নয়। নিজেদের জায়গা থেকে সবাই ১০-২০ শতাংশ বেশি উন্নতি করার চেষ্টা করলে, দল ভালো পারফর্ম করবে।’ এদিকে, এবছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগামী বছর আছে টি-টোয়ান্টি বিশ্বকাপ। টুনার্মেন্ট গুলো সামনে রেখে দলগুলো সিরিজটিকে প্রস্তুতি হিসেবে দেখছেন। বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ খেলায় আগামী ১৬ জুলাই রোববার একই মাঠে পরস্পরের মুখোমুখি হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস