সিলেটে ৮ লাখ টাকার ১২৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ সময় ১ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত রাশেদুল হক শিপু (৩৮) নগরীর ৪১ নং ওয়ার্ডের মোগলাবাজার পশ্চিমভাগ এলাকার মৃত শহিদুর রহমানের ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই) সিলেট মহানগরীর মোগলাবাজার থানার এস আই অর্জুন সিলেটভিউকে জানান, সোমবার (১৭ জুলাই) সন্ধায় নগরীর দক্ষিণ কুশিঘাট বাজারের পাশ থেকে চিনিসহ রাশেদুল হক শিপুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান। এ ব্যাপারে শিপু, রিপনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস