গত বছরের বন্যার পর ক্রমান্বয়ে বেহাল দশায় পরিণত হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো সংস্কার করছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে ‘আমরা শাবি পরিবার, শাবিকে ভালোবাসি’ শীর্ষক ব্যানারে সংস্কার কাজের উদ্বোধন করেন সহ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের এক কিলোরোডের সংস্কার কাজ শুরু হয়েছে।
সহ-উপাচার্য বলেন, ‘কিলোরোড সংস্কার হলে আমাদের যাতায়াত করতে আর সমস্যায় পরতে হবে না। পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসের সড়ক সংস্কার করা হবে। এজন্য বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সকলকে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’ উদ্বোধনকালে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও ইনস্টিটিউটের প্রধান, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রমুখ উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস গত বছরের বন্যার পর ক্রমান্বয়ে বেহাল দশায় পরিণত হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো সংস্কার করছে কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস গত বছরের বন্যার পর ক্রমান্বয়ে বেহাল দশায় পরিণত হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো সংস্কার করছে কর্তৃপক্ষ।