সিলেটের বিশ্বনাথে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেহ নগর এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান- ধারণা করা হচ্ছে লাশটি অন্য কোথাও থেকে ভেসে এসেছে। মৃত ব্যক্তিকে স্থানীয় কেউ চিনতে পারেননি।
তিনি বলেন- নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার মুখে দাঁড়ি আছে। গায়ে কালো রংয়ের প্যান্ট ও চেক শার্ট পরা। শরীরে আঘাতের চিহ্ন নেই। লাশটি অন্তত ১৫ থেকে ২০ দিন পানিতে ছিল। যার কারণে ফুলে গিয়ে বিরূপ আকার ধারণ করেছে।লাশের ময়না তদন্ত শেষে লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস