সিলেট

সিলেটে বৃষ্টি থাকবে ১৬ আগস্ট পর্যন্ত

সিলেটে ১৬ আগস্ট (বুধবার) পর্যন্ত সারাদেশের ন্যায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রোববার সকাল থেকেই সিলেটেরর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মাঝে নামতে হালকা বৃষ্টি। সেই সঙ্গে যে কোন সময় ঝরবে বৃষ্টি। রোববার (১৩ আগস্ট) সকালে আবহাওয়া অফিসের এক তথ্যে জানা যায়, ১৬ আগস্টের পর বৃষ্টিপাত কমতে পারে। তবে ২০ আগস্টের পর আবার বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল বলেন, সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস