সিলেট

গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে রমিজ উদ্দিন (৫৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমিজ মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমিজ উদ্দিনসহ মানিকগঞ্জের ৪০-৫০ জনের একটি দল বাসযোগে মানিকগঞ্জ থেকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে রমিজ উদ্দিনসহ আরও জয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে রমিজ উদ্দিন স্রোতের টানে পানিতে তলিয়ে যান। এসময় সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা কয়েক ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেল ৫টায় তার মরদেহ উদ্ধার করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জাগো নিউজকে বলেন, গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলএবাংলাটাইমস/আইটিএলএস