সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে ঢাক-ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠিত হয় ধর্মীয় শোভাযাত্রা-কীর্তন ও আলোচনা সভা। এসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থী অংশগ্রহণ করেন।
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গাল সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শান্তি ও সম্প্রীতির প্রতীক পায়রা অবমুক্ত করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শোভাযাত্রাটি শ্রীশ্রী মহাপ্রভু জিউর মন্দির মণিপুরী রাজবাড়ী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গিয়ে শেষ হয়।
এদিকে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, শ্রীধর সুধাম দাস, নবীন নীল মাধব দাস, সংকীর্তন দাস, সিদ্ধ মাধব দাস প্রমুখ। শোভাযাত্রাটি ইসকন সিলেট মন্দির থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশেষ করে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্ম সমান চোখে দেখেন। তাঁর সরকারের দৃঢ় মনোবল আর যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুন্ন রেখে ‘ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এই আদর্শে সকলকে একযোগে দেশ গড়ার কাজ করতে হবে।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল বুধবার শ্রীশ্রী রাধা মাধব জিউ মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য নগরপরিক্রমা উদ্বোধন শেষে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ-ভক্তবৃন্দ সম্মিলিত জন্মষ্ঠমী উদযাপন পরিষদ সিলেট আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন। প্রধান আলোচক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন ও জ্যোতি মোহন বিশ্বাস।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গাল সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শান্তি ও সম্প্রীতির প্রতীক পায়রা অবমুক্ত করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শোভাযাত্রাটি শ্রীশ্রী মহাপ্রভু জিউর মন্দির মণিপুরী রাজবাড়ী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে গিয়ে শেষ হয়।
এদিকে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, শ্রীধর সুধাম দাস, নবীন নীল মাধব দাস, সংকীর্তন দাস, সিদ্ধ মাধব দাস প্রমুখ। শোভাযাত্রাটি ইসকন সিলেট মন্দির থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশেষ করে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্ম সমান চোখে দেখেন। তাঁর সরকারের দৃঢ় মনোবল আর যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুন্ন রেখে ‘ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এই আদর্শে সকলকে একযোগে দেশ গড়ার কাজ করতে হবে।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল বুধবার শ্রীশ্রী রাধা মাধব জিউ মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য নগরপরিক্রমা উদ্বোধন শেষে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ-ভক্তবৃন্দ সম্মিলিত জন্মষ্ঠমী উদযাপন পরিষদ সিলেট আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন। প্রধান আলোচক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন ও জ্যোতি মোহন বিশ্বাস।
এলএবাংলাটাইমস/আইটিএলএস