সিলেট

সিলেটে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি মিলন আহত

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন । বুধবার বিকেলে সিলেট থেকে ছাতক যাওয়ার পথে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুফীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়।

সাবেক এমপি মিলনের ব্যক্তিগত সহকারী কয়েস আহমদ জানান, ‘স্যার বিকালে নিজের প্রাইভেট কার চালিয়ে ছাতক যাচ্ছিলেন। পথে সুফিনগর নামক স্থানে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। এতে তিনি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মোশাররফ আহত হন।’

পরে অপর একটি কারযোগে তাদেরকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোশাররফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও কলিম উদ্দিন মিলনের মাইনর অপারেশন করতে হয় বলে জানান কয়েস। অপারেশনশেষে রাত সাড়ে ১০টার দিকে তাকে কেবিনে আনা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। ডা: রফিকুস সালেহীন ও ডা: সাদীর তত্বাবধানে তার চিকিৎসা চলছে।