হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ট্রাকচাপায় চারজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উক্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহরম আলী (৫০) ও মানিক মিয়া (৪০)। অপর দুজনের পরিচয় জানা যায়নি। তবে তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের ওই জায়গায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মেরামত কাজ চলছিল। সেখানে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয় বলে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী জানান।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কাজ চলছে বলেও জানান তিনি।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উক্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহরম আলী (৫০) ও মানিক মিয়া (৪০)। অপর দুজনের পরিচয় জানা যায়নি। তবে তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের ওই জায়গায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মেরামত কাজ চলছিল। সেখানে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয় বলে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী জানান।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কাজ চলছে বলেও জানান তিনি।