সিলেট

মেয়র মুহিবুরের নামে সাইবার ট্রাইবুনালে মামলা

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইবুনালে মামলা হয়েছে। মামলার অভিযোগে ১১০ কোটি টাকা মানহানির দাবি করা হয়েছে। এর আগে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া মুহিবুর রহমানের বিরুদ্ধে মামলা রুজু করেন একই আদালতে। সোমবার (২ অক্টোবর) সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের ব্যক্তিগত সহকারী আহমদ কবির আদনান বাদী হয়ে সিলেটে সাইবার ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় তিন আসামির মধ্যে প্রধান আসামি হলেন, উপজেলার জগদীশপুর গ্রামের মৃত হাজী কলমদর আলী ছেলে পৌর মেয়র মুহিবুর রহমান (৭৫), উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা আলী পাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সিতার মিয়া (৪৫) ও একই গ্রামের আলী মিয়া (৪০) নামের এক ব্যক্তি। এছাড়া ওই মামলায় অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী জাকারিয়া খান জানান, মুহিবুর রহমান সম্প্রতি সংসদ সদস্য মোকাব্বির খানের চলমান একটি প্রকল্প (মসজিদ) নিয়ে কটূক্তি ও প্রকল্পের অর্থ সংসদ সদস্যের সহকারীরা লুটপাট করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করেন। এতে সংসদ সদস্যের সম্মানহানি হয়। পরে তার সহকারী মামলা করেন। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামি পৌর মেয়র মুহিবুর রহমান জাগো নিউজকে বলেন, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি। মামলা হামলা কিছুই ভয় করি না। জনগণের পক্ষে আছি পক্ষেই থাকবো। জনগণের পক্ষে কথা বলা বন্ধ হবে না। এলএবাংলাটাইমস/আইটিএলএস