বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিব প্রসাদ সেন মারা গেছেন।
সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে সিলেটের চালিবন্দর শশ্মানে তাঁর শেষকৃত্য হবে।
শিব প্রসাদ সেন কর্মজীবনে হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়াত শিব প্রসাদ সেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেনের বাবা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস