সিলেট

জকিগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

সিলেটের জকিগঞ্জে দ্রুতগতির সিএনজি অটোরিকশার ধাক্কায় বাল্লা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী মাজেদা আক্তার অপি (৯) নামের এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কসকনকপুর ইউনিয়নের মৃত ফয়জুর রহমানের পুত্র অটোরিকশাচালক আব্দুল বাছিত (৫০) কে আসামী করে অপির বাবা আব্দুল বাছিত বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সিএনজি অটোরিকশা ও চালককে আটক করেছে। ড্রাইভারের গাড়ী চালানোর বৈধ কোন কাগজ পত্র নেই বলে জানা গেছে।

জানা গেছে, বেলা দেড়টায় বিদ্যালয় ছুটির পর স্কুল ছাত্রী অপি বাড়ি যাওয়ার পথে দ্রুতগতির বেপরোয়ার সিএনজি অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে অপি গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্কুলের শিক্ষিকা হাজেরা বেগম মুমুর্ষু অবস্থায় অপিকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে জকিগঞ্জ লাল সবুজ ছাত্র ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।