সিলেট

সিলেটে কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

কয়েক মাস আগেও যেখানে কোনো চেকপোস্ট দেখা যায়নি সেখানে এখন পুলিশি চেকপোস্ট। রাতের অন্ধকারে পুলিশ যানবাহন থামিয়ে তল্লাশি করছে। আগের চেয়ে একটু কড়া নির্দেশনা রয়েছে। বিরোধী দলের আন্দোলন যতো জোরদার হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও ততই সক্রিয় হচ্ছে। আন্দোলনকে ঘিরে প্রয়োজনে আরো কঠোর হবে। পুলিশের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বললে এসব তথ্য পাওয়া যায়। ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশকে ঘিরে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের তুলনায় বেড়েছে বিরোধী দলের নেতাকর্মীদের খোঁজ খবর নেয়া। কোনো মামলার আসামি নন এমন নেতাকর্মীদের বাড়িতে ঢু মারছে পুলিশ। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

অন্যদিকে জেলখানায়ও শুরু হয়েছে বাড়তি নজরদারি। রাজনৈতিক মামলায় গ্রেফতারকৃত কারো সাথে সহজে চাইলেই কেউ দেখা করতে পারছেন না। বিশেষ করে কঠোর নজরদারিতে রাখা হচ্ছে বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস